Tuesday, June 29, 2021
Sunday, June 20, 2021
Wednesday, June 16, 2021
Monday, June 14, 2021
Friday, June 11, 2021
Wednesday, June 9, 2021
All tools of adobe illustrator in Bangla | illustrator cc | illustrator ...
ক্রিয়েটিভ লার্নবিডি চ্যনেলের পক্ষ থেকে আমি তৌফিক আপনাদের কে জানাই শুভেচ্ছা। শিক্ষার্থী বন্ধুরা আজ আমি ভেক্টর ডিজাইন এর জন্য সবচেয়ে বেশি জনপ্রিয় প্রোগ্রাম এডোব ইলাসট্রেটর নিয়ে আলোচনা করবো। যারা গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করেন তারা এ প্রোগ্রাম সম্পর্কে খুব ভালো ভাবে জানেন। যে কোন ধরণের গ্রাফিক্স ডিজাইনের কাজ খুব সহজে করা যায় বলে প্রায় সকল ডিজাইনাররাই এই প্রোগ্রামটি শিখে থাকেন।
প্রথমে আমি এই প্রোগ্রামটি ওপেন করে নতুন একটি ফাইল নিব এবং এরপর এর টুলস্গুলি নিয়ে আলোচনা করবো। এরপর পর্যায়ক্রমে অন্যান্য অপশনগুলি নিয়ে আলোচনা করা হবে। তাই যারা আমাদের সাথে থাকতেচান তারা অবশ্যই আমাদের ব্লগের সাথে যুক্ত হবেন। তাহলে পরবর্তী প্রত্যেকটি নতুন ভিডিও এবং টেক্স এড হওয়ার সাথে সাথে আপনি দেখতে পারবেন।
আমি Adobe Illustrator CC 2018 নিয়ে আলোচনা করবো। ইলাস্ট্রেটরের অনেক ভার্সনের মধ্যে এই ভার্সনটি ব্যবহার করার জন্য সহজ। এখানে কোন ফাইল তৈরি করে সেভ করলে তা আগের বা পরের যে কোন ভার্সনে ওপেন হয়। কিন্তু এর পরের ভার্সনে কাজ করলে তা লেগেছি অপশনে সেভ না করলে তা সঠিক ভাবে ওপন ও এডিট করা যায় না।
প্রোগ্রামটি ওপেন করে কাজ করার জন্য যা করতে হবে-
Click Start Menu > Click Adobe Illustrator CC 2018
এখন নতুন ফাইলের জন্য যে ভাবে আমরা প্রত্যেকটি প্রোগ্রামের নতুন ফাইল তৈরি করি সেভাবে শুরু করবো এবং নতুন ফাইলের জন্য যে উইন্ডো আসবে সেখান থেকে পছন্দের অপশন বেছে নিয়ে কাজ করতে হবে। নতুন ফাইল ওপেন করার পর স্ক্রিনের বাম পাশে উপর থেকে নিচে অর্থাৎ
হরাইজান্টাল ভাবে বিভিন্ন টুল সমৃদ্ধ যে বারটি আমরা দেখতে পাচ্ছি এই টুলবার নিয়ে আমরা
প্রথমে আলোচনা করবো-